নিজস্ব সংবাদদাতা: মোট ৯ টি তেলিয়া মাছ ধরা পড়লো বাবা সাহেব আড়তের ট্রলারে। জানা যাই বাবা সাহেব আরতের মালিক শেখ রোহিমুল। তার বাড়ি নন্দীগ্রাম। জানা যায়, দুটি মাছের ওজন হয় ৪৮ কেজি ও ২৫ ও ২৩ কেজি। কেজি প্রতি দাম ১৩৫০০ টাকা। ২টি মাছের বাজার মূল্য মোট ৬ লক্ষ ৪৮ হাজার।৩ টার ওজন ৫৮ কেজি। ৯৫০০ প্রতি কেজি মূল্য। মোট ৫ লক্ষ ৫১ হাজার। বাকি ৪ টার ওজন হয় ৯৩ কেজি। ৩৪০০ প্রতি কেজি মূল্যে বিক্রি হয়। মোট ৩ লক্ষ ১৬ হাজার মোট দাম ।৯ টি মাছের ১৫ লক্ষ ১৫ হাজার টাকা।