নিজস্ব সংবাদদাতা :ঘাটাল, রবিবার ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শনে এলেন ঘাটালের সাংসদ দেব তথা দীপক অধিকারী। ত্রাণ নিয়ে স্পিড বোটে করে পৌঁছে গিয়েছিলেন ঘাটালের অজিবনগ ২ তে । সেখানে সাধারণ মানুষের হাতে তুলে দিলেন শুকনো খাবার , পানীয় জল। তার পাশাপাশি বন্যা দুর্গতদের সাথে কথা বললে তিনি। এরপরে সাংবাদিকদের মুখোমুখি তিনি বলেন আমরা উনাদের পাশে আছি। তিনি বলেন আমি পার্লামেন্টে গিয়ে বারবার মাস্টার প্ল্যান প্রসঙ্গ তুলেছি । আমিতো রাজনীতি ছেড়ে দিয়েছিলাম। দিদি ও অভিষেক আমাকে কথা দিয়েছিলেন ঘাটালে মাস্টার প্ল্যান হবে, তাই আমি রাজনীতিতে ফিরেছি এবং আমার বিশ্বাস মাস্টার প্ল্যান যদি কেউ করে সেটা আমাদের সরকারই করবে।