জেল থেকে ছাড়া পাওয়ার পথেই তার বাড়ি বীরভূমের পথে অনুব্রত মণ্ডল ।তার আগেই বর্ধমানের গুসকরা ও আউসগ্রামে তার কনভয় দাঁড়ায় তৃণমূলে কংগ্রেসের কর্মী সমর্থকেরা তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান। মঙ্গলবার তার বাড়ি বীরভূমের পথে রওনা দেন অনুব্রত মণ্ডল। তাকে বীরের সন্মান দিয়ে বরণ করে নিলেন পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের তৃণমূল কর্মীরা। এদিন সকালে বর্ধমান সিউড়ি ২ বি জাতীয় সড়ক ধরে অনুব্রত মণ্ডলের কনভয় রওনা দেয় বীরভূমের দিকে। তার আগেই জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। আউশগ্রামের বড়া চৌমাথা,শিবদা মোড়, গুসকরা নদিপট্টি, গোবিন্দপুর এবং ভেদিয়ায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা ফুল মালা হাতে অপেক্ষা করছিলেন । অনুব্রত মণ্ডলের গলায় মালা পড়িয়ে দেয়। ফুল ছুড়ে অভ্যর্থনা জানানো হয় …..