নিজস্ব সংবাদদাতা:উল্টোডাঙ্গা ডিভিসি অফিসে আজকে কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় আসেন তিনি জানান ডিভিসির সঙ্গে আমার যোগাযোগ বহুদিনের। ডিভিসি কর্মীদের বন্ধু হিসেবে চিহ্নিত করি কারণ ডিভিসির ইউনিয়ন যখন আমাকে বলেছে যে কোন সমস্যায় আমি তাদের পাশে দাঁড়িয়েছি বিভিন্ন প্ল্যান তৈরির ক্ষেত্রে অনেক সমস্যা যখনই পড়েছে আমি তাদের পাশে দাঁড়িয়েছি যেহেতু পশ্চিমবঙ্গের মধ্যে সেটা আমি সাহায্য করেছি বহু সমস্যা মিটিয়েও দিয়েছি। কিন্তু আজকে আমরা অত্যন্ত দুঃখিত আশাহত কারণ ডিভিসি যেটা তৈরি হয়েছিল মাইথন পঞ্চয়েত তৈরি হয়েছিল ভালোর জন্য তার জন্য বহু মানুষের ক্ষতি হয়ে যাবে এমন কাজ তো করা উচিত নয় দীর্ঘদিন ডেচিং হয় না জলের ধারণক্ষমতা কমে যাচ্ছে হলে বৃষ্টি হলে সেই জল ধরে না রাখতে পারার কারণে জল ছেড়ে দেওয়া হচ্ছে যারা দীর্ঘদিন বাঁধের কাজ করছে তাদের সেই ধারণা আছে। মুখ্যমন্ত্রী যেটা বলেছে আমি তার সাথে একমত এই জলটা যদি একটু আগে থেকে অল্প অল্প করে ছাড়তো তাহলে মানুষের সুযোগ ছিল দরকারি জিনিসপত্র নিয়ে যাওয়ার মানুষের ভোটার কার্ড থেকে আধার কার্ড দরকারী জিনিস সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে জলের তলায়। আমরা সবাই মিলে চেষ্টা করছি যতটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। আমফানে লোক মারা যায়নি তার কারণ আমরা আগে থেকে সমস্ত মানুষকে সরিয়ে নিয়ে গিয়েছিলাম নিরাপদে রেখে খাওয়া-দাওয়া সব দিয়েছিলাম। শুধুমাত্র 18 তারিখে পাঁচবার জল ছেড়েছে পাঁচ লক্ষ তিরিশ হাজার কিউসেখ একদিনে জল ছেড়েছে মানুষের প্রস্তুতি থাকে? সরকারের প্রস্তুতি ছিল? মাত্র তিন ঘণ্টার নোটিশ আমাদের ভয়ংকর ক্ষতি হয়েছে। প্রচুর ধান সবজি নষ্ট হয়েছে। মানুষের জীবন নষ্ট হয়েছে মানুষ মারা গিয়েছে। কেন্দ্রীয় সরকার থেকে যে টাকা আমরা পাই সেই টাকা না দিয়ে কর্মীদের মাইনে কেটে আমাদের দেয়া হবে আমরা নেব কেন? আমরা অনুরোধ করেছি আপনারা এই টাকা কাটতে দেবেন না সরকার যেটা নেবে না সেটা কাকে দেবে রাস্তায় কি উড়িয়ে দেবে? আমরা এই টাকা নেবো না