Sunday, December 22, 2024
Homeউত্তরবঙ্গপথ শিশুদের পুজোর নতুন বস্ত্র তুলে দিল এক যুবক

পথ শিশুদের পুজোর নতুন বস্ত্র তুলে দিল এক যুবক

নিজস্ব সংবাদদাতা :ধূপগুড়ি,

শিশুদের মুখে হাসি ফোটাতে পুজোর উপহার সঙ্গে তাদের খাবার তুলে দিল ধূপগুড়ি শহরের ১৪ নম্বর ওয়ার্ডের যুবক ভাস্কর মহন্ত।পুজো আসলেই নতুন জামা কাপড় কিনে বাড়ির শিশুদের জন্য নিয়ে যায় শিশুদের মা বাবারা।নতুন পোশাকের জন্য বিভিন্ন কাপড়ের দোকান কিংবা শপিং মলের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় পথ শিশুদের।কিন্ত তাদের কথা অনেকেই ভাবে না।কিন্ত এবার তাদের কথা ভেবে পথ শিশুদের পাশে দাঁড়ালো ভাস্কর।তিনি পেশায় বেসরকারি সংস্থার কর্মরত পাশাপাশি সাংবাদিকতার কাজে যুক্ত।এদিন তিনি ধূপগুড়ি শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানো পথ শিশুদের কাপড়পট্টিতে নিয়ে গিয়ে নতুন জামা কিনে দেন।পাশাপাশি তাদের সকলের হাতে খাবার তুলে দিলেন।এর আগেও ভাস্কর পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক সেনাবাহিনীর জওয়ানকে রাস্তা থেকে তুলে সঠিক সময়ে হাসপাতালে নিয়ে গিয়ে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেন।তার কথায় পুজোতে সবাই নতুন জামা কাপড় পড়ে আনন্দে মেতে উঠেন।কিন্ত পথ শিশুরা নতুন জামা কাপড় থেকে বঞ্চিত থাকেন।তাদের জন্য এটা আমার ছোটো প্রয়াস।পথে ঘাটে ঘুরে বেড়ানো পথ শিশুদের নতুন বস্ত্র কিনে দিলাম।তাদের কি বিরিয়ানি খাওয়ালাম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments