Sunday, December 22, 2024
HomeUncategorizedভূত ছাড়ানোর নামে এক বালককে গাছের ডাল দিয়ে বেধারক পেটানোর অভিযোগ উঠল...

ভূত ছাড়ানোর নামে এক বালককে গাছের ডাল দিয়ে বেধারক পেটানোর অভিযোগ উঠল ওঝার বিরুদ্ধে

সভ্যতার পরিবর্তন ঘটেছে। যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছে সমাজ। অন্ধবিশ্বাসের থেকে মানুষ এখন সরে এসে বিশ্বাস শুরু করতে শুরু করেছে বিজ্ঞান প্রযুক্তির উপর। কুসংস্কার থেকে মুক্তি নিয়ে চিকিৎসা ব্যবস্থার উপর মানুষ আস্থা এনেছে। কিন্তু এখনো বেশ কিছু মানুষের মধ্যে কুশংস্কার অন্ধবিশ্বাস এবং কালা জাদুর প্রভাব রয়েই গেছে। আর এই অন্ধ বিশ্বাস ও কুসংস্কারের জেরে এক নাবালক ছেলেকে গাছের ডাল দিয়ে বেধড়ক পেটানোর অভিযোগ উঠল এক ওঝা বাবাজির বিরুদ্ধে। এখনো মানুষ ওঝা কবিরাজকে বিশ্বাস করে। আর এই বিশ্বাসের যে অনেকের প্রাণ দিতে হয়েছে। কোথায় ঘটেছে এই অমানবিক ঘটনা নাবালক ছেলেকে গাছের ডাল দিয়ে মারা এবং তাকে ঝাড়ফোঁক করানো গরম জল ঢেলে দেওয়ার মতো ঘটনাটি বিস্তারিত তুলে ধরছি আমাদের এই প্রতিবেদনে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে গোপালনগর মামুদপুর এলাকায় । যুক্তিবাদী মঞ্চের কাছ থেকে খবর পেয়ে অবশ্য পুলিশ গিয়ে ওই বালককে রাতেই উদ্ধার করেছে। বুধবার যুক্তিবাদী মঞ্চের পক্ষ থেকে গোপালনগর থানায় ওই বোঝার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে এসেছে। পুলিশ ও যুক্তিবাদী মঞ্চের মাধ্যমে জানা গিয়েছে ,বছর ১৫-র ছেলে উৎপল সরদার সম্প্রতি মাছ ধরতে গিয়ে পড়ে যায়। মাথায় আঘাত লেগে তার নার্ভের সমস্যা হয়। মাঝেমধ্যে চিৎকার চেঁচামেচি করছিল ভুল বকছিল। মঙ্গলবার পরিবারের লোকেরা তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে আনলে চিকিৎসকরা তাকে কলকাতা রেফার করে। এরপর পরিবারের লোকজন কলকাতা হাসপাতালে না নিয়ে গ্রামে ফিরিয়ে নিয়ে যায়। মামুদপুরে অভিযুক্ত ওঝার কাছে নিয়ে যায়। অভিযোগ তারপরেই ওই ওঝা ভূতে ধরেছে এই কথা বলে লাঠি দিয়ে বেধড়ক পেটায়। এই খবর পেয়ে যুক্তিবাদী মঞ্চের লোকজন নহাটা পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পুলিশ যুবককে উদ্ধার করে নিয়ে আসো। যদিও ওঝা জানান ছেলেটা দোষ পেয়েছিল ওকে ভুতে ধরেছিল তাই ওকে ঝারিয়ে ঠিক করছিলাম। আগেও অনেক মানুষকে ভূতে ধরেছিল আমি এভাবেই তাদের ঝাড়িয়ে ভূত তাড়িয়ে দিয়েছি | ওই বালকের পরিবারে লোকজনকে এদিন বাড়ি পাওয়া যায়নি | ছেলেকে নিয়ে কোথাও গিয়েছে |যুক্তিবাদী মঞ্চের সম্পাদক প্রদীপ সরকার বলেন ‘গতকাল রাতের ঘটনা খবর আসে মামুদপুর গ্রামে এক ওঝা ভূত ছাড়ানোর নাম করে ১৫ বছরের একটি বালকের উপর নির্মম অত্যাচার করছে গায়ে গরম জল ঢেলে দেয়া হচ্ছে | ছেলেটির স্নায়ু রোগের সমস্যা হয়েছে বলে জানতে পেরেছি | বনগাঁ হাসপাতাল থেকে ট্রান্সফার করলে বাড়িতে এনে স্থানীয় ডাক্তার দেখায়| তিনিও কলকাতা নিয়ে যেতে বলেছিলেন। তা না করে বাড়ির লোকজন। বাচ্চাটির উপর অমানবিক অত্যাচার চলছিল। আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিই। পুলিশ তৎপরতার সঙ্গে বাচ্চাটিকে উদ্ধার করেছে। বাচ্চার জীবনটা বাঁচিয়েছে পুলিশ। আমরা আইনত ব্যবস্থা নেয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments