“পম্পির সম্মানে আবারো এক পালক যুক্ত হলো। উত্তর প্রদেশের অযোধ্যায় গণপতি গেস্ট হাউসে শ্রী রামকৃষ্ণ সেবা ফাউন্ডেশন এবং মেজার ধ্যান-চাঁদ ক্রীড়া উদযাপন সমিতির দ্বারা ২১ এবং ২২ শে সেপ্টেম্বর, মোট দু’দিনব্যাপী রাষ্ট্রীয় রক্তদান মহোৎসব এবং রাষ্ট্রীয় সেবা রত্ন সম্মানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের ভারতবর্ষের বিভিন্ন জেলা থেকে রক্ত যোদ্ধাদের আহ্বান করা হয় এবং সম্মানিত করা হয়। এই অনুষ্ঠানে জলপাইগুড়ি জেলার সমাজ সেবিকা তথা রক্ত কন্যা পম্পি সূত্রধরকেও রাষ্ট্রীয় সেবা রত্ন সম্মানে সম্মানিত করা হয়।এই অনুষ্ঠানে পম্পি স্বেচ্ছায় রক্তদান করেন। পম্পি দীর্ঘদিন ধরেই নেগেটিভ ব্লাড গ্রুপ নিয়েই কাজ করেন জেলা সহ পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায়।রক্তযোদ্ধাদের সম্মানিত করেন সংস্থা সম্পাদক আকাশ গুপ্তা। পম্পি সূত্রধর সম্মান পেয়ে ভীষণ আপ্লুত এবং আনন্দিত হন। তিনি বলেন আমি ভাবতে পারেননি এই ভাবে আমাকে সেবা রত্ন সম্মানে সম্মানিত করা হবে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতের হকি অধিনায় অশোক ধ্যান চন্দ, অযোধ্যার বিধায়ক, হারিয়ার বিধায়ক সহসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রাক্তন মন্ত্রী তেচ নারায়ন পান্ডে। পম্পি সবার কাছে পম্পা নামেই পরিচিত সে মানুষের বিপদ দেখলে এগিয়ে যান, বিভিন্ন সময় রক্তের প্রয়োজনে মানুষ তাকে রাত বেড়াতে ফোন করেন তার কাছে যান । আর পম্পি কোনদিক না তাকিয়ে ঝাঁপিয়ে পড়েন রক্তের যোগানে নিজ দায়িত্বে। পম্পি সূত্রধরের বক্তব্য আমি আমার কর্তব্য করে যাই। তাই আজ অব্দি হয়তো এই মঞ্চে। পম্পা বলেন আমি গর্বিত আজ এই মঞ্চে আসতে পেরে।