Sunday, December 22, 2024
Homeবিদেশ১৭০ এর গণ্ডি পেরিয়ে গেল নেপালের বন্যায় মৃ. ত সংখ্যা

১৭০ এর গণ্ডি পেরিয়ে গেল নেপালের বন্যায় মৃ. ত সংখ্যা

নিজস্ব প্রতিনিধি :নেপালের বন্যায় মৃ. তের সংখ্যা ছাড়িয়ে গেল ১৭০-এর গণ্ডি। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শুক্রবার থেকে নেপালে যে বিপর্যয় শুরু হয়েছে, রবিবার রাত পর্যন্ত তাতে নিখোঁজের সংখ্যা ৪২। মৃ. ত্যু আরও বাড়তে পারে বলে আশঙ্কা। রাজধানী কাঠমান্ডুর কাছে বাগমতি নদী এবং তার উপনদীগুলির জল বিপদসীমার উপর দিয়ে বইছে। কোথাও কোথাও নদীর জল দু’কূল ছাপিয়ে লোকালয়ে ঢুকে পড়েছে। তাতে ভেসে গিয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি এবং অনেক গাড়ি।

কাঠমান্ডুতে হাইওয়েতে ধস নেমে একসঙ্গে ৩৫ জনের মৃ. ত্যু হয়েছে রবিবার।নেপালের আবহাওয়া দফতর জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় নেপালে প্রবল বৃষ্টি হয়েছে। যা নজির গড়েছে ইতিমধ্যেই। কাঠমান্ডু বিমানবন্দরের কাছে একটি জায়গায় ২৪০ মিলিমিটার বৃষ্টির হিসাব পেয়েছে আবহাওয়া দফতর। ২০০২ সালের পর থেকে যা আর কখনও হয়নি।বৃষ্টি এবং মুহূর্মুহু ধসের কারণে রাজধানী কাঠমান্ডু নেপালের বাকি অংশ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিপর্যয়ে আটকে পড়েছেন অনেক পর্যটকও।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments