নিজস্ব সংবাদদাতা:- বুনো শূকরের হামলায় মৃ. ত পরিবারের পাশে রাজ্য সরকার। পাটের খেতে পাট তুলতে গিয়ে বুনো শুকরের হামলায় নি. হত এক শ্রমিকের অসহায় পরিবারকে পাঁচ লক্ষ টাকার সরকারি অনুদানের চেক তুলে দিল রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন।
কালিয়াচক বন দপ্তরে মন্ত্রী সাবিনা ইয়াসমিন চেক তুলে দিলেন নি. হত শ্রমিকের স্ত্রীর হাতে। উল্লেখ্য, গত ১৭ই সেপ্টেম্বর কালিয়াচক-২নং ব্লকের বাঙ্গীটোলা অঞ্চলের সকুল্লাপুর এলাকার টুলু চৌধুরী নামে এক শ্রমিক পাট কাটতে গিয়ে বুনো শূকরের হামলায় নিহত হন। তার মৃ. ত্যুতে তিন নাবালক সন্তানকে নিয়ে অথৈ জলে পড়েন তার স্ত্রী। এই পরিস্থিতিতে ওই অসহায় পরিবারের পাশে দাঁড়ায় রাজ্য সরকার।
বৃহস্পতিবার বন দপ্তরের পক্ষ থেকে নিহত শ্রমিকের পরিবারকে পাঁচ লক্ষ টাকা অনুদানের চেক প্রদান করা হয়। চেক প্রদান পর্বে মন্ত্রী সাবিনা ইয়াসমিন ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বনাধিকারিক জিজু জেসফার, জেলাপরিষদের কর্মাধ্যক্ষ ফিরোজ শেখ, আব্দুর রহমান, ফরেস্ট রেঞ্জ অফিসার সরস্বতী বিশ্বাস সহ অন্যান্যরা। এদিন সরকারের পক্ষ থেকে টাকা পেয়ে সরকারকে সাধুবাদ জানান মৃ. তের পরিবারের স্ত্রী রানু চৌধুরী। রানু চৌধুরী জানান স্বামী মারা যাওয়ার পর থেকে তিন সন্তানকে নিয়ে কিভাবে চলব বুঝে উঠতে পারছিলাম না সরকারের সাহায্য পেয়ে আমাদের পরিবারের অনেকটাই সাহায্য হলো তাই রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই।