একদিক দিয়ে যখন মা উমার বিদায়। ঠিক সেই সময় অল্পের জন্য বেঁচে গেল বেশ কয়েকটি পরিবার। ঘটনাটি ঘটেছে বানাহাট ব্লকের শালবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চানাডিপা এলাকায়। এদিন মশা তাড়াতে গিয়ে। আগুন লেগে যায় গরুর গোয়াল ঘরে। আর সেই গোয়াল ঘরের সাথে লাগোয়া ছিল শোয়ার ঘর। এর পাশাপাশি ওই বাড়ির সাথে লাগোয়া ছিল বেশ কয়েকটি বাড়ি। জানা যায় বিজয় দশমীর দিন রবিবার সন্ধ্যায় চানা ডিপার রজব আলীর বাড়িতে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটে। অল্পের জন্য গরুর সাথে সাথে মানুষের প্রাণ রক্ষা পেল। মূলত ভর সন্ধ্যায় জঙ্গল লাগোয়া এই গ্রামের মানুষ নিস্তব্ধ হয়ে যান। প্রথম সন্ধ্যা তেই রাতের খাবার সেরে শুয়ে পড়েন ৯০% মানুষ। কারণ মাঝরাতে বেরিয়ে আসে জঙ্গল থেকে বুনো হাতির দল। তাই প্রথম সন্ধ্যাতেই সমস্ত কাজকর্ম সেরে ফেলতে হয়। যাতে মাঝরাতে ঘুম থেকে উঠে হাতে তাড়ানোর কাজে যুক্ত হতে পারেন স্থানীয় যুবকেরা। এই মশা তাড়াতে গিয়ে এমন দুর্ঘটনায় হতভম্ব এলাকার সকলে। তবে এলাকার বেশ কিছু যুবকের চিৎকার চেঁচামেচিতে তড়িঘড়ি আগুন নেভাতে সক্ষম হন স্থানীয় বাসিন্দারা।