বাবলু রহমান:- স্ত্রীর পরকীয়া, স্বামীর সম্মতিতে প্রেমিকের সঙ্গে গৃহবধূর বিয়ে দিলেন এলাকাবাসীরা*কাজের সূত্রে দীর্ঘদিন ধরে কেরলেই থাকেন স্বামী। অভিযোগ, সেই সুযোগে ময়নাগুড়ির যুবকের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ান এক গৃহবধূ। তিনি দুই সন্তানের মা।প্রেমিকের সঙ্গে তাঁকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয়রা। এরপর মন্দিরে নিয়ে গিয়ে তাঁদের বিয়ে দেন এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির খড়িয়া পঞ্চায়েতের পূর্ব বিবেকানন্দপল্লি এলাকায়।
ঘটনার জেরে এলাকায় ব্যাপক আলোড়ন ছড়িয়েছে। বিজেপির স্থানীয় পঞ্চায়েত সদস্য জয়া সরকার বলেন, বেশ কয়েক বছর ধরেই পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন ওই বধূ। গ্রামের বাসিন্দারা বিষয়টি ওই গৃহবধূর স্বামীকেও জানিয়েছিলেন। পঞ্চায়েতস্তরে সালিশি সভাও হয়েছে। বাসিন্দাদের বক্তব্য, সালিশিতে ওই বধূ মুচলেকাও দিয়েছিলেন, যে তিনি আর পরপুরুষের সঙ্গে সম্পর্ক রাখবেন না। কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবার ময়নাগুড়ির ওই যুবকের সঙ্গে চুটিয়ে প্রেম শুরু করেন তিনি। এদিন বধূর সঙ্গে দেখা করতে তাঁর ‘প্রেমিক’ গ্রামে আসতেই এলাকার লোকজন তাঁদের দু’জনকেই হাতেনাতে ধরে ফেলেন।
তারপর তাঁরা গৃহবধূর স্বামীকে ফোন করে গোটা বিষয়টি জানান। বধূর স্বামীর সম্মতিতেই মন্দিরে নিয়ে গিয়ে প্রেমিকের সঙ্গে ওই মহিলার বিয়ে দিয়ে দেন এলাকার লোকজন। খবর পেয়ে এলাকায় পুলিসও আসে। কিন্তু ততক্ষণে বিয়ে পর্ব সাঙ্গ। ময়নাগুড়িতে যে এলাকায় ওই বধূর প্রেমিকের বাড়ি সেখানকার পঞ্চায়েত সদস্যও এসেছিলেন। সবাইকেই পুরো বিষয়টি জানানো হয়েছে, দাবি পঞ্চায়েত সদস্যদের।