শিলিগুড়ি : শহরে মহিলাদের নিরাপত্তা বাড়াতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নয়া উদ্যোগ পিঙ্ক মোবাইল পেট্রোলিং ভ্যান। এবার সেই পিঙ্ক মোবাইল পেট্রোলিং ভ্যানে কর্মরত এক মহিলা পুলিশ কর্মীর বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। স্থানীয়দের রোষের মুখে পড়তে হল পুলিশ কর্মীকে। ডিউটি চলাকালীন এক নাবালক ও নাবালিকাকে মারধরের অভিযোগ উঠল। এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ডে।
স্থানীয় সূত্রে খবর, এদিন রাতে এলাকার একটি স্কুল মাঠে দাড়িয়ে গল্প করছিল এক নাবালক এবং এক নাবালিকা। সেইসময় সেখানে টহলদারি দিচ্ছিল পিঙ্ক মোবাইল ভ্যান। অভিযোগ, সেইসময় এক মহিলা পুলিশ কর্মী ওই নাবালক ও নাবালিকাকে মারধর করে। বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই তারা ক্ষোভে ফেটে পড়েন। মহিলা পুলিশ কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এদিকে ওই নাবালক ও নাবালিকা জানায়, তারা দুজন বন্ধু। কাল সন্ধ্যায় তারা দুজন স্কুল মাঠে দাড়িয়ে গল্প করছিল। সেইসময় হঠাৎ সেখানে আসে পিঙ্ক মোবাইল ভ্যান। এরপরই কোনও কারণ ছাড়াই তাদের মারধর করে ওই মহিলা পুলিশ কর্মী।অন্যদিকে এই ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। স্থানীয়রা জানান, ওই দুই নাবালক-নাবালিকাকে কোনোরকম জিজ্ঞাসাবাদ না করেই মারধর করা হয়েছে। এছাড়াও অভিযোগ, ডিউটির সময় নেশাগ্রস্ত অবস্থায় ছিল ওই মহিলা পুলিশ কর্মী। নাবালিকার মা অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।পাশাপাশি এই বিষয়ে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে পুলিশের তরফে জানানো হয় যে এই মহিলা পুলিশ কর্মীকে ইতিমধ্যেই সাসপেন্ড করে দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।