Sunday, December 22, 2024
Homeউত্তরবঙ্গনাবালিকাকে ধ. *র্ষণ করে পুড়িয়ে মারার ঘটনায় বিক্ষোভ স্থানীয়দের

নাবালিকাকে ধ. *র্ষণ করে পুড়িয়ে মারার ঘটনায় বিক্ষোভ স্থানীয়দের

বাবলু রহমান : ফলাকাটা :- একদিকে এখনো আরজিকর হ. *ত্যাকাণ্ডের রেশ কাটেনি। তারপরই আলিপুরদুয়ার জেলা সংবাদ শিরোনামে উঠে আসে। এক নাবালিকাকে ধ. *র্ষণ করে পুড়িয়ে মারার ঘটনায় তোলপাড় গোটা জেলা তথা দেশ। এরই মাঝে গতকাল বিকেলবেলা এই আলিপুরদুয়ার জেলাতেই উঠে এলো আরো এক না. রকীয় ঘটনা। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা থানার অন্তর্গত এলাকায় এক না. বালিকা কিশোরীকে ধ. *র্ষণ করে প্রাণে মেরে ফেলে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে সংশ্লিষ্ট গ্রামের বছর চল্লিশের এক যুবকের বিরুদ্ধে। স্থানীয় গ্রামবাসী অভিযুক্ত ব্যক্তিকে রীতিমত গাছে বেঁধে গণ. *প্রহারে প্রতিবাদের ভাষা বুঝিয়ে দেয়।। খবর চাউর হতেই ঘটনাস্থলে ফালাকাটা থানার বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ধৃত অভিযুক্ত কে উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।। কিন্তু কর্তব্য তো চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরই ঘটনার সঙ্গে যুক্ত আরো এক অভিযুক্ত ফালাকাটা থানায় স্বেচ্ছায় ধরা দেয়। আজ আলিপুরদুয়ার জেলা আদালতে পুলিশ তাকে পেশ করবে।। এরফাকি সংশ্লিষ্ট এলাকায় শুরু হয় তীব্র প্রতিবাদ। গ্রামের সমস্ত মানুষ জড়ো হয়ে গোটা গ্রাম প্রদক্ষিণ করে ধৃত আরো এক ব্যক্তির ফাঁসির দাবিতে উই ওয়ান জাস্টিস নারায় স্লোগান তুলে বিক্ষোভ কর্মসূচিতে ফেটে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফালাকাটা থানার বিরাট পুলিশ বাহিনী সহ মোতায়েন করা হয়েছে আলিপুরদুয়ার মাদারী হাট বিধানসভার উপনির্বাচনের শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আধা সামরিক বাহিনীকেও। এদিকে দোষীর ফাঁসির দাবিতে চলছে আন্দোলন।যত সময় গড়াচ্ছে ততই আন্দোলনের তীব্রতা যেন বেড়েই চলেছে। মৃ. *ত ব্যক্তির ফাঁসির দাবিতে একদিকে যখন গোটা গ্রাম ঘুরে স্লোগান চলছে গ্রামবাসীদের পাশাপাশি এদিন এথলবাড়ি থেকে ফালাকাটা যাবার যে মূল রাস্তা সেই রাস্তা অবরোধ করেও বিক্ষোভ দেখাতে থাকলো গ্রামবাসীরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments