Sunday, December 22, 2024
Homeউত্তরবঙ্গএবার কুমারগ্রামে রক্তাক্ত না.*বালিকা

এবার কুমারগ্রামে রক্তাক্ত না.*বালিকা

এবার বাবলু রহমান : আলিপুরদুয়ার:- ৯ বছরের শিশুকন্যাকে জঙ্গলে নিয়ে গিয়ে ধ. *র্ষণের অভিযোগ । শি . শুকন্যাকে ধ. *র্ষণ করে খুনের অভিযোগে উত্তপ্ত ফালাকাটা। ফুঁসছে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে আলিপুরদুয়ারে ফের এক না. বালিকাকে ধ. *র্ষণের অভিযোগ উঠল। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি না. বালিকা। এবার ঘটনাটি ঘটেছে কুমারগ্রাম ব্লকে। নি. র্যাতিত না. বালিকা ও অভিযুক্ত একই গ্রামের। অভিযুক্ত যুবককে আগে থেকে জানত না. বালিকার পরিবার। না. বালিকার বাবা বলেন, “গতকাল আমার মেয়ে নদীতে স্নান করতে গিয়েছিল। তখন তাকে ভুলিয়ে জঙ্গলে নিয়ে যায় ছেলেটি। তারপর মেয়ের উপর শা. রীরিক অত্যা. *চার করে।” এদিকে মেয়ে বাড়ি ফিরে আসছে না দেখে চিন্তায় পড়ে পরিবার। তখন না. *বালিকার মা নদীর ধারে যান। দেখেন, তাঁদের মেয়েকে নিয়ে ফিরে আসছে ওই যুবক। মেয়েটি মায়ের সঙ্গে বাড়ি ফিরে আসে।নাবালিকার পরিবার জানিয়েছে, বাড়ি আসার মিনিট ১৫ পর থেকে গো. *পনাঙ্গ থেকে রক্তক্ষরণ শুরু হয় নাবালিকার। তখন সে তার মাকে সব কথা বলে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে, অভিযুক্ত যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। শনিবার তাকে আলিপুরদুয়ার আদালতে তোলা হয়েছে। ধৃতের ফাঁসির সাজা চাইছে না. *বালিকার পরিবার। না. *বালিকার বাবা বলেন, “আমি ওর ফাঁসির সাজা চাই। আর কিছু চাই না। ফাঁসির সাজা না হলে এরকম কাজ অনেকেই করে ছাড়া পেয়ে যাবে।”এক চিকিৎসক জানান, “শিশুটিকে যখন আনা হয়, তার অবস্থা খুবই খারাপ ছিল। চিকিৎসায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। এখন অনেকটাই ভাল রয়েছে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments