নিজস্ব সংবাদদাতা: থানাতে অভিযোগ দায়ের গাইঘাটা – টিউশন থেকে পড়ে ফেরার পথে না. বালিকাকে তুলে নিয়ে গিয়ে ওড়না দিয়ে হাত পা বেঁধে ধ. র্ষণ করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর আত্মহত্যা করার চেষ্টা করে ওই না. বালিকা। এরপর পরিবার ওই যুবকের বিরুদ্ধে গাইঘাটা থানাতে অভিযোগ দায়ের করে। ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার শিমুলপুর এলাকায়।পুলিশ জানিয়েছে অভিযুক্তর নাম সুজিত পাল ওরফে বাবুসোনা। পরিবার সূত্রে জানা যায়,অভিযুক্ত বাবুসোনা প্রায় দেড় বছর তাদের মেয়েকে উত্তপ্ত করে । মেয়ে একাধিকবার সে কথা বলেছে।
অভিযোগ শুক্রবার সন্ধ্যায় প্রাইভেট থেকে টিউশন পড়ে ফেরার পথে স্থানীয় যুবক সুজিত পাল ওরফে বাবুসোনা তাদের মেয়েকে জোর করে তুলে নিয়ে গিয়ে ওড়না দিয়ে হাত পা বেঁধে ধ. র্ষণ করে। এরপর মেয়ে লজ্জায় সে কথা বাড়িতে বলে না। চুপ চাপ থাকে। শনিবার দুপুর ৩ নাগাদ সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁস লাগানোর চেষ্টা করে। সে সময় পরিবারের লোকেরা দেখে ফেলে। এরপর তাকে জিজ্ঞাসা করা হলে সে সব ঘটনা পরিবারকে খুলে বলে। পরিবারের লোকেরা রাতেই গাইঘাটা থানাতে বাবুসোনার নামে অভিযোগ দায়ের করেন। পরিবারের লোকেরা আরো জানাই ওই অভিযুক্ত যুবক বিবাহিত তারপরও সে এরকম কাজ করে বেড়াচ্ছে। তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানিয়েছে পরিবার।ঘটনা তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ।