Sunday, January 5, 2025
Homeউত্তরবঙ্গউত্তর সিকিম ঘুরতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃ. ত্যু এক মহিলা সহ...

উত্তর সিকিম ঘুরতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃ. ত্যু এক মহিলা সহ শিশুর

উত্তর সিকিম ঘুরতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃ.ত্যু এক মহিলা সহ শিশুর।এলাকাবাসী সূত্রে খবর, গত ২৩ তারিখ নিউ ব্যারাকপুর সুকান্ত সরনীর বাসিন্দা শোভন শ্বাসমল সহ তার স্ত্রী পিয়ালী শাসমল এবং তার মেয়ে উত্তর সিকিমের উদ্দেশ্যে বেড়াতে যায় । গত ২৮ তারিখ সারাদিনের ভ্রমণের পর জুলুক থেকে গ্যাংটক এ হোটেলে ফেরার পথে পথ দুর্ঘটনারা কবলে পরেন শ্বাসমল দম্পতি এবং তাদের 2.8 বছরের কন্যা।দুর্ঘটনায় প্রাণ হা. রান পিয়ালী দাশগুপ্ত (শ্বাসমল) এবং তার কন্যা শ্রীনিকা এবং শোভন গুরুতর আহত হন।বর্তমান শুভম সহ গাড়ির চালক গ্যাংটক হাসপাতালে চিকিৎসাধীন এবং তার স্ত্রী এবং মেয়ের দেহ হাসপাতাল মর্গে রয়েছে বলেই জানাচ্ছে এলাকাবাসী।শ্বাসমল দম্পতির এই পথদুর্ঘটনার সংবাদ পেতেই শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার সহ প্রতিবেশীদের মধ্যে।এবং তার পরথেকে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে আহত শোভন সহ তার স্ত্রী ও সন্তান কে তাদের নিজ বাসভবন নিউ ব্যারাকপুর সুকান্ত সরণিতে আনার চেষ্টা চালাচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments