Saturday, April 19, 2025
Homeউত্তরবঙ্গনাংডালা চা বাগানে দাপিয়ে বেড়ানোর পর অবশেষে ঘুমপাড়ানি ওষুধে কাবু বাইসন

নাংডালা চা বাগানে দাপিয়ে বেড়ানোর পর অবশেষে ঘুমপাড়ানি ওষুধে কাবু বাইসন

মাদারিহাট: সকাল থেকে তাণ্ডব চালানোর পর অবশেষে ঘুমপাড়ানি ওষুধের প্রয়োগে কাবু করা হলো বাইসনটিকে। বুধবার সকাল থেকে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের নাংডালা চা বাগান ও আশপাশের এলাকায় বাইসনটি দাপিয়ে বেড়াচ্ছিল। প্রথমে নাংডালা চা বাগানে, এরপর বিরবিট এলাকার বীরপাড়া চা বাগান হয়ে ফের নাংডালা চা বাগানে প্রবেশ করে বাইসনটি ।

বাইসনের হামলায় আহত হন শান্তি তির্কি (৩৫) এবং নিতেশ উরাঁও (১৬), যাঁরা নানডালা এলাকার বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বীরপাড়া থানার পুলিশ ও দলগাঁও রেঞ্জের বনকর্মীরা। দীর্ঘ চেষ্টার পর ঘুমপাড়ানি গুলির সাহায্যে বাইসনটিকে কাবু করা হয় এবং বনদপ্তরের কর্মীরা সেটিকে উদ্ধার করে নিয়ে যান।

https://youtu.be/CvBCO2wqnUQ

বনদপ্তরের তরফে জানানো হয়েছে, বাইসনটিকে বনাঞ্চলে পুনর্বাসিত করার পরিকল্পনা রয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments