Saturday, April 19, 2025
Homeমহানগরবাকিতে বিরিয়ানি না দেওয়াতে ব্যবসায়িকে মেরে মাথা ফাটিয়ে দেওনিউটাউনয়ার অভিযোগ

বাকিতে বিরিয়ানি না দেওয়াতে ব্যবসায়িকে মেরে মাথা ফাটিয়ে দেওনিউটাউনয়ার অভিযোগ

নিউটাউন :- অভিযোগ, নিউটাউন সাপুর্জি এলাকায় একটি বিরিয়ানির দোকানে অজয় সরদার নামে এক যুবক বাকিতে বিরিয়ানি চায়।

কিন্তু দোকানের কর্মচারীরা তাকে বিরিয়ানি না দেওয়াতে হুমকি দিতে থাকে অজয় সরদার নামে ওই যুবক। অভিযোগ, ওই যুবক মাঝে মধ্যেই দোকানে এসে টাকার দাবী করে বলেও অভিযোগ বিরিয়ানি ব্যবসায়ী রূপম বিশ্বাসের।

বাকিতে বিরিয়ানি নিয়ে যায়। পরে সেই টাকা দেয় না বলেও অভিযোগ।আজ দশ প্লেট বিরিয়ানির দাবী করে ওই যুবক। কিন্তু সেটা না দিতেই দোকানে ভাঙচুর করে বলে অভিযোগ। এরপর দোকানের মালিক রূপম বিশ্বাস দোকানে এলে তখন তাকে মারধর করা হয়। উইকেট দিয়ে মাথায় মেরে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ।

রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর মঙ্গলবার রাতে টেকনো সিটি থানায় অভিযোগ দায়ের করা হয়। গোটা ঘটনার তদন্তে টেকনো সিটি থানার পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments