Friday, April 18, 2025
Homeরাজ্যভরতপুরে ফুটবল খেলতে গিয়ে বোমা ফেটে আহত শিশু|

ভরতপুরে ফুটবল খেলতে গিয়ে বোমা ফেটে আহত শিশু|

মুর্শিদাবাদের ভরতপুর থানার অন্তর্গত হরিশ্চন্দ্রপুর গ্রামে শুক্রবার বিকালে খেলা করতে গিয়ে বোমা ফেটে অল্পবিস্তর আহত হল এক শিশু ।সাহিল সেখ নামে সাত বছরের ঐ শিশুকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য।

প্রতীকী ছবি

জানা গিয়েছে, শুক্রবার বিকেলে ভরতপুরের হরিশ্চন্দ্রপুর গ্রামে ফুটবল খেলছিলেন আর তখনই সেই ফুটবল গিয়ে পড়ে মজুত থাকা বোমার ওপরে। আর সেই বোমা ফেটেই আহত হয় সাহিল সেখ।গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভরতপুর থানার পুলিশ। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments