মথুরায় পুলিশ কর্মীর বিরুদ্ধে ধ*র্ষ*ণে*র চেষ্টার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে মথুরার মাগোরা থানায়। সেখানে পুলিশের মহিলা সাব-ইন্সপেক্টরকে ধ*র্ষ*ণে*র চেষ্টার অভিযোগ উঠেছে দারোগার বিরুদ্ধে। অভিযুক্ত ওই পুলিশ আধিকারিককে গ্রেফতারও করেছে উত্তরপ্রদেশ পুলিশ। পুলিশ জানিয়েছে, মথুরার মাগোরা থানার দারোগা বুধবার রাতে ওই মহিলা সাব-ইন্সপেক্টরের ঘরে প্রবেশ করেন, তারপরে তাঁর শ্লী*ল*তা*হা*নি করেন। পুলিশ সূত্রে খবর, মহিলা পুলিশকর্মী বাধা দিলে পুলিশ আধিকারিক জোর করেন। পরে কোনও রকম সেখান থেকে অভিযুক্তকে সরিয়ে পালিয়ে যান।
রাতে অ*শ্লী*ল ভিডিও দেখিয়ে মহিলা সহকর্মীকে জোর করে স*ঙ্গ*মে*র চেষ্টা দারোগার, মথুরায় গ্রেফতার পুলিশ আধিকারিক
RELATED ARTICLES
Recent Comments
Hello world!
on