Friday, April 18, 2025
HomeUncategorizedদুর্নীতি না করেও দায় নিতে হল, সংসার-বাচ্চা আছে চালাবো কি করে'? প্যানেল...

দুর্নীতি না করেও দায় নিতে হল, সংসার-বাচ্চা আছে চালাবো কি করে’? প্যানেল বাতিলে কান্নায় ভাঙলেন চাকরি প্রাপকরা

নিউজ ডেস্ক ঃ আলাদা করাগেলনা যোগ্য-অযোগ্যদের। হাইকোর্টের রায়ই বহাল রাখল দেশের শীর্ষ আদালত। SSC-র ২০১৬-র পুরো প্যানেল বাতিল করল, সুপ্রিম কোর্ট। বাতিল হল ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি।

নিয়োগে ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে, জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে, ‘যাঁরা অন্য সরকারি দফতর থেকে এখানে এসেছিলেন, তাঁরা পুরানো জায়গায় যোগদান করতে পারবেন।

৩ মাসে মধ্যে এই কাজ শেষ করতে হবে’। এদিকে, সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর কান্নায় ভেঙে পড়েছেন ২০১৬-এর চাকরিপ্রার্থীরা। তাঁদের বক্তব্য, ‘১০ বছর আগে পরীক্ষা দিয়েছিলাম কী করে জানব যে সেই সময় দুর্নীতি হয়েছে। দুর্নীতির মাশুল দিতে হল যোগ্যদের। অন্যায় করল অন্যরা আর চরম দায় নিতে হচ্ছে আমাদের। দুর্নীতি না করেও দায় নিতে হল, সংসার-বাচ্চা আছে চালাবো কি করে।’

আরেক চাকরি প্রাপকের কথায়, ‘যোগ্যরাও আজ পথে বসল। এরকম দুর্নীতি দেশে বেনজির। কিন্তু আমাদের কী হবে? কেন দুর্নীতির জাঁতাকলে আমরা পড়ব? বাড়িতে বাচ্চা আছে, বৃদ্ধ মা বাবা আছে, কীভাবে সংসার চালাবো? কেন এতদিন ধরে চাকরি করার পর আমরা ভুক্তভোগী হব?’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments