Monday, December 23, 2024
HomeUncategorizedমাটিগাড়া স্কুল ছাত্রীকে ধ-র্ষ-ণ ও খু-নের ঘটনার কিনারায় ২২জন পুলিস অফিসার...

মাটিগাড়া স্কুল ছাত্রীকে ধ-র্ষ-ণ ও খু-নের ঘটনার কিনারায় ২২জন পুলিস অফিসার ৩ জন কনষ্টেবলকে সন্মানিত করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিস

বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি পুলিস কমিশনারেটে ওই আধিকারিকদের সন্মানিত করে মেট্রোপলিটন পুলিসের সিপি সি সুধাকর।স্কুল ছাত্রীকে ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত মহম্মদ আব্বাসকে ফাঁসির সাজা দিয়েছে শিলিগুড়ি আদালত।গত ২০২৩ সালের ২১শে আগষ্ট ধর্ষণ করে খুনের ঘটনাটি ঘটে মাটিগাড়া ব্লকের মোটাজোত এলাকার একটি পরিত্যক্ত এলাকায়।ঘটনার মাত্র ৬ ঘন্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিস।গ্রেপ্তারের কয়েক মাসের মধ্যেই পুলিস আদালতে চার্জশিট পেশ করে।বিভিন্ন তথ্য প্রমান ও সাক্ষীর ভিত্তিতে আদালত অভিযুক্তকে ফাঁসির সাজা শুনিয়েছে।এদিন,ওই ঘটনায় সফলতার জন্য ২২জন পুলিস কর্মীকে সন্মান জানানো হয়। এরমধ্যে ১জন এসিপি,২জন ইন্সপেক্টর ১৫জন এসআই,৪ এএসআই,৩ জন কনষ্টেবল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments