Sunday, December 22, 2024
Homeউত্তরবঙ্গমা বাবা তার ছেলেকে বাঁচাতে করুন আরজি

মা বাবা তার ছেলেকে বাঁচাতে করুন আরজি

খাদিমুল ইসলাম বানারহাট : নিয়তির এ কি কঠিন বাস্তবতা। মা বাবা তার ছেলেকে বাঁচাতে করুন আরজি,সাকোয়াঝোড়া গ্রাম পঞ্চায়েতের তেলিপাড়ার কাশিয়াঝরার, বাসিন্দা সাহিল হক মাত্র ৬ বছর বয়সে তাঁর জীবন ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। ছোটবেলায় তিনি সাইকেল থেকে পড়ে তার একটি ডান পায়ের কমড়ের অংশ মারাত্মকভাবে ক্ষয়ে নষ্ট হয়ে যায়। সেই থেকে শুরু তাঁর অসহনীয় যন্ত্রণার পথ চলা। তখন থেকে সাহিলের মা ফরিদা বেগম বিভিন্ন জায়গা থেকে সাহায্য নিয়ে তাঁর চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। মায়ের কাছে নিজের সন্তানের জীবনটাই এখন একমাত্র ধ্যানজ্ঞান। কিন্তু ছেলের চিকিৎসার ব্যয়ভার দিন-দিন বেড়েই চলেছে। যা তাঁর মতো একজন সহায়সম্বলহীন মায়ের পক্ষে বহন করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। মা ফরিদার কথায়, ‘আমার ছেলে যদি নতুন করে হাঁটতে পারে তাহলে সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।’ যদিও স্থানীয় বাসিন্দাদের আর্থিক সাহায্যের জন্য মা করুণ আবেদন জানান তাঁর ছেলের জীবন বাঁচানোর। যদিও স্থানীয় যুবকরা সমস্ত পাড়ায় পাড়ায় সাহায্য তুলে বেড়াচ্ছে যদিও অনেকেই সাহায্যও করেছেন। তবে, এখনও প্রয়োজনীয় অর্থের অনেকটাই অভাব রয়েছে। প্রয়োজনীয় টাকা জোগাড় হলে তার চিকিৎসা শুরু করবে বলে জানা গিয়েছে। এই কঠিন সময়েও সাহিল ও তাঁর মা হাল ছাড়েননি। তাঁরা বিশ্বাস করেন, সমাজের সহৃদয় মানুষের সহযোগিতায় দুঃসময় কাটিয়ে উঠতে পারবেন। যদিও সাহিলের মা এবং স্থানীয় বাসিন্দারা বলেন সমাজের সকল স্তরের মানুষ এগিয়ে এসে সহায়তা করলে সাহিল কে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যাবে, এমনটাই প্রত্যাশা। স্থানীয় বাসিন্দারা জানান কোন সহৃদয় ব্যক্তি কেউ সাহায্য করতে চাইলে যোগাযোগের একটি নম্বরও দেওয়া হয়েছে – 8670531491

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments