Saturday, April 19, 2025
Homeখেলান্যাশনাল কারাতে চ্যাম্পিয়নশিপে অংশ নিতে চলেছেন সরুগা চা বাগানের রাজ প্রধান, গ্রামে...

ন্যাশনাল কারাতে চ্যাম্পিয়নশিপে অংশ নিতে চলেছেন সরুগা চা বাগানের রাজ প্রধান, গ্রামে সংবর্ধনার আবেগঘন মুহূর্ত

আলিপুরদুয়ার: ফালাকাটার সরগাও চা বাগানের এক প্রত্যন্ত গ্রামের ছেলে রাজ প্রধান জাতীয় পর্যায়ে নাম লেখানোর গৌরব অর্জন করেছেন। শিলিগুড়ির ইচিবান স্পোর্টস অ্যাকাডেমির এই প্রতিভাবান কারাতে খেলোয়াড় সম্প্রতি জেলা ও রাজ্য স্তরের প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গ দলে নিজের স্থান নিশ্চিত করেন।

৮ মার্চ কলকাতায় অনুষ্ঠিত নির্বাচনী ইভেন্টে সাফল্য অর্জনের পর, তিনি আগামী ২৬ থেকে ২৯ মার্চ তেলেঙ্গানার হায়দরাবাদে অনুষ্ঠিত অল ইন্ডিয়া ন্যাশনাল কারাতে চ্যাম্পিয়নশিপে পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করবেন। এই বিশাল অর্জনের পেছনে তার প্রশিক্ষক সেনসেই রিজং তামাং-এর কঠোর পরিশ্রম ও দিকনির্দেশনা যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তেমনি তার বাবা-মায়ের উৎসাহ ও সমর্থন তাকে সব সময় এগিয়ে যাওয়ার শক্তি জুগিয়েছে।

রাজ প্রধানের এই অনন্য সাফল্যে সোমবার তাকে সংবর্ধনা জানায় তার নিজের গ্রাম সরগাও চা বাগানের বাসিন্দারা। গ্রামবাসীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে, প্রত্যেকেই গর্বের সঙ্গে তাকে শুভেচ্ছা জানান। স্থানীয় ক্লাব, বিদ্যালয় ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে ফুল-মিষ্টি দিয়ে সংবর্ধিত করা হয়। এক প্রত্যন্ত চা বাগান থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে রাজ্যের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়ায় শুধুমাত্র এলাকাবাসীই নয়, গোটা উত্তরবঙ্গ এই কৃতিত্বকে স্বাগত জানিয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েতের সদস্য, সমাজসেবীরা, ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব ও গ্রামের প্রবীণরা। তারা প্রত্যেকেই রাজ প্রধানের সাফল্যে গর্বিত এবং তার ভবিষ্যৎ সফরের জন্য শুভকামনা জানান।

রাজ প্রধান বলেন, “এত দূর আসতে অনেক পরিশ্রম করতে হয়েছে। প্রশিক্ষক, পরিবার, বন্ধুবান্ধব ও গ্রামের মানুষের সমর্থন ছাড়া এটা সম্ভব ছিল না। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ভালো পারফর্ম করে দেশের হয়ে আন্তর্জাতিক স্তরে খেলার স্বপ্ন আমার।”

তার এই সাফল্য এলাকার অন্য তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে। সরগাও চা বাগানের মতো প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসে জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাওয়া নিঃসন্দেহে বড় প্রাপ্তি, যা ভবিষ্যতে আরও অনেক প্রতিভাবান খেলোয়াড়কে উৎসাহিত করবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments