Saturday, April 19, 2025
Homeউত্তরবঙ্গটোটোপাড়া এলাকার কিছু সমস্যা এদিন রাজ্যপালের কাছে তুলে ধরেন পদ্মশ্রী ধনীরাম টোটো

টোটোপাড়া এলাকার কিছু সমস্যা এদিন রাজ্যপালের কাছে তুলে ধরেন পদ্মশ্রী ধনীরাম টোটো

আলিপুরদুয়ার জেলার অন্যতম প্রত্যন্ত এলাকা পৃথিবীর ক্ষুদ্রতম আদিম জনজাতি বসস্থান মাদারিহাটের টোটোপাড়াতে এদিন এলেন সি ভি আনন্দ বোস। এস এস বি ৫৩ ব্যাটালিয়ান দ্বারা আয়োজিত এক অনুষ্ঠানে এদিন টোটোপাড়াতে আসেন রাজ্যপাল।


টোটোপাড়া এলাকার বাসিন্দা পদ্মশ্রী ধনীরাম টোটো কে এদিন সম্বর্ধনা প্রদান করেন রাজ্যপাল। এছাড়া টোটোপাড়া এলাকার পাঁচজন ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদান করেন।


টোটোপাড়া এলাকার কিছু সমস্যা এদিন রাজ্যপালের কাছে তুলে ধরেন পদ্মশ্রী ধনীরাম টোটো।


বর্ষাকালে এই টোটোপাড়া একটি দ্বীপে রূপান্তরিত হয়ে যায় কেননা ছয়টি পাহাড়ি খরস্রোতা নদী পেরিয়ে এই টোটোপাড়া আসতে আর কোনো নদীর সেতু নেই।

এই সমস্যা কথা তুলে ধরেন। এছাড়া টোটোপাড়াতে একলব্য স্কুল তৈরি করার জন্য রাজ্যপাল কাছে দাবি তুলে ধরেন পদ্মশ্রী ধনীরাম টোটো।

https://www.facebook.com/share/v/1YE53p2c53
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments