Saturday, April 19, 2025
Homeবিদেশঅর্থের কাছেই হেরে গেল কুমারীত্ব—মাত্র ২২ বছর বয়সে!

অর্থের কাছেই হেরে গেল কুমারীত্ব—মাত্র ২২ বছর বয়সে!

ডেস্ক নিউজ :- বিশ্বজুড়ে আলোড়ন তুলেছেন এক ব্রিটিশ শিক্ষার্থী। মাত্র ২২ বছর বয়সেই নিজের কুমারীত্ব নিলামে তুলে ১৮ কোটি টাকায় বিক্রি করেছেন তিনি।

একটি এসকর্ট এজেন্সির মাধ্যমে পরিচালিত এই নিলামে অংশ নেন বিশ্বের ধনী ও প্রভাবশালী ব্যক্তিরা। শেষ পর্যন্ত, এক বিখ্যাত হলিউড অভিনেতা সর্বোচ্চ দর দিয়ে এই নিলামে বিজয়ী হন।

লরা, যিনি ধর্মীয় পরিবেশে বেড়ে উঠেছেন, নিজের সিদ্ধান্ত নিয়ে একটুও অনুশোচনা করেননি। তার মতে, “অনেক মেয়ে ভালোবাসার আশায় কুমারীত্ব হারায়, কিন্তু বিনিময়ে কিছুই পায় না। আমি অন্তত নিশ্চিত করতে পেরেছি যে, আমার এই সিদ্ধান্ত আমাকে নিরাপত্তা দেবে।”

এই ঘটনার পর সমাজে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন, এটি নারীর ব্যক্তিগত অধিকার, আবার কেউ একে নৈতিক অবক্ষয়ের প্রতিচ্ছবি মনে করছেন। তবে লরা নিজের সিদ্ধান্তে অটল এবং মনে করেন, বাস্তববাদী চিন্তা করেই তিনি এই পথ বেছে নিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments