Saturday, April 19, 2025
HomeUncategorizedচেল নদীর উপর সেতুর দাবিতে গর্জে উঠলো অরাজনৈতিক সংগঠন

চেল নদীর উপর সেতুর দাবিতে গর্জে উঠলো অরাজনৈতিক সংগঠন

রবিবার দুপুর একটা নাগাদ রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপর দিয়ে বয়ে যাওয়া চেল নদীর মাঠে চেল নদীতে সেতুর দাবিতে নাগরিক মঞ্চের পক্ষ হইতে একটি প্রকাশ্য সমাবেশ করা হয়। যে প্রকাশ্যে সমাবেশের নেতৃত্ব দেন ভারত সরকার দ্বারা পদ্মশ্রী প্রাপক করিমুল হক মহাশয় এবং ক্রান্তি ব্লকের বিশিষ্ট সমাজসেবী মোঃ নূর নবীবুল ইসলাম। এদিনের এই সভায় ক্রান্তি এবং মাল ব্লকের বারোটা গ্রাম পঞ্চায়েতের প্রায় পাঁচশতাধিক মানুষের উপস্থিতিতে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় যে কমিটির সভাপতি নিযুক্ত হয় পদ্মশ্রী করিমুল হক সম্পাদক মোঃ নূর নবীবুল ইসলাম এবং হিসাব পরীক্ষক মোকসেদুল হক।

এছাড়াও ওই কমিটিতে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের পাঁচজন করে ব্যক্তিদের সহ-সভাপতি সহ সম্পাদক এবং যুগ্ন হিসাব পরীক্ষকের দায়িত্ব তুলে দেওয়া হয়। এদিনের এই সভায় পদ্মশ্রী করিমুল হক জানান বাম আমল থেকে আজ পর্যন্ত এত এলাকার জনসাধারণের দীর্ঘদিনের দাবি পূরণ হয়ঢনি। তিনি আরো জানান আজকের এই চেল নদীতে সেতুর দাবিতে নাগরিক মঞ্চের মাধ্যমে আগামী দিনে কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ করার জন্য এলাকাবাসীসহ সকলেই জাতি ধর্ম দলমত নির্বিশেষে আন্দোলন চালিয়ে যাব।

এছাড়া উপস্থিত শামসুল হক আব্দুল বাড়ি সহ ওই এলাকার বেশ কয়েকজন গুণীমান্য ব্যক্তি বর্গগণ জানান যদি অবিলম্বে রাজ্য এবং কেন্দ্র সরকার আমাদের এই সেতু দাবি পূরণ না করেন তবে আগামী বিধানসভা এবং লোকসভা ভোট বয়কট করা হইবে। সমাজসেবী মোঃ নুর নবীবুল ইসলাম জানান আমাদের ক্রান্তি নবগঠিত ব্লকে দমকল কেন্দ্র কলেজ বি এল আর ও অফিস এসডিও অফিস বড় হাসপাতাল নেই আমাদের ছুটতে হয় মাল বাজারে তবে নদীতে সেতু না থাকায় আমাদের ঘুরা পথে যেতে হয় অনেক সময় প্রসূতি মায়েদের মালবাজার হাসপাতালে নিয়ে যাওয়ার মাঝে দুই দিকে দুটি জঙ্গল আর সেই জঙ্গলে যদি বন্যপ্রাণীরা রাস্তায় থাকি তাহলে আবার আমাদের ঘুরা পথে শিলিগুড়ি বা জলপাইগুড়ি হাসপাতালে ছুটতে হয়।

এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে এই এলাকায় দমকল ইঞ্জিন আসার আগে আগুনে জ্বলে সব হোসনিভূত হয়ে যায় তিনি আরো জানান এই এলাকাটি কৃষি প্রধান এলাকা এবং এখানকার কৃষকরা ফসল কম মূল্যে বিক্রি করে কারণ মাল বাজারের ব্যবসায়ীরা কম টাকায় কিনে নিয়ে গিয়ে মালবাজার শহরে বেশি টাকায় সেই সবজি বিক্রি করে। তিনি আরো জানান যারা মাল কলেজে যান পড়াশোনা করতে ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা গাড়িতে যাতায়াতের ভাড়া বহন করতে হিমশিম খেয়ে যান। এদিনের এই সভায় উপস্থিত সকলে এক সুরে আওয়াজ তুলেন অবিলম্বে চেল নদীর উপর সেতুর চাই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments