Saturday, April 19, 2025
HomeUncategorizedসরকারি অনুষ্ঠানে সাংসদ এর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন হাসপাতাল সুপার ,...

সরকারি অনুষ্ঠানে সাংসদ এর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন হাসপাতাল সুপার , সামাজিক মাধ্যমে ছবি পোস্ট অর্জুন সিং এর

বুধবার ছিল ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে স্মার্ট ওপিডির শিল্যান্যাস সরকারি অনুষ্ঠানের সেই মঞ্চে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনার জেলার জেলাশাসক শরৎ কুমার দ্বিবেদী জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সমুদ্র সেনগুপ্ত ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক সহ তিন কেন্দ্রের বিধায়ক।

সেই মঞ্চেই সাংসদ পার্থ ভৌমিক কে সম্বর্ধনা জানাতে গিয়ে পা ছুয়ে প্রণাম করতে দেখা যায় হাসপাতাল সুপার ডাক্তার মিজানুর ইসলামকে ।

সেই ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং সামাজিক মাধ্যমে ছবি ভাইরাল হতেই শুরু হয় রাজনৈতিক শোরগোল প্রাক্তন সংসদ অর্জুন সিং বলেন রাজ্যজুড়ে জাল ওষুধের কারবার রম রমিয়ে চলছে ভাটপাড়া হাসপাতালের সুপার ও সাংসদ কে প্রণাম করে সেই রাস্তাতেই এগোচ্ছেন

অপরদিকে সম্পূর্ণ ঘটনা নিয়ে বলতে গিয়ে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে সুপার ডাক্তার মিজানুর ইসলাম বলেন এটা আমাদের বাংলার সংস্কৃতি গুরুজনদের প্রণাম করায় ছোটদের কাজ পার্থভৌমিক আমার গুরুজন আমি তাকে প্রণাম করে কোন ভুল কাজ করিনি বলে আমি মনে করি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments