Saturday, April 19, 2025
HomeUncategorizedপ্রেমিকার আবদার পূরণে রাজপথে চার চাকার খাট! মুর্শিদাবাদের রাস্তায় ভাইরাল কাণ্ড

প্রেমিকার আবদার পূরণে রাজপথে চার চাকার খাট! মুর্শিদাবাদের রাস্তায় ভাইরাল কাণ্ড

মাহা পারভিন : প্রেমের জন্য মানুষ কত কিছুই না করে! এবার প্রেমিকার আবদার মেটাতে এক যুবক যা করলেন, তা দেখে হতবাক মুর্শিদাবাদের বাসিন্দারা। সম্প্রতি জেলার বহরমপুর এলাকায় এক যুবককে চার চাকার খাটে শুয়ে রাস্তায় ঘুরতে দেখা যায়। পথচারীরা অবাক হয়ে যান এই অদ্ভুত দৃশ্য দেখে, আর মুহূর্তের মধ্যেই ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

প্রত্যক্ষদর্শীদের মতে, যুবকের প্রেমিকা মজার ছলে তাকে চ্যালেঞ্জ করেছিলেন এমন কিছু করতে, যা আগে কেউ করেনি। সেই চ্যালেঞ্জ গ্রহণ করেই ওই যুবক একটি খাটকে চার চাকার যানবাহনে রূপান্তরিত করেন এবং সেটি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। ভিডিওতে দেখা যায়, খাটের ওপরে আরাম করে বসে আছেন তিনি, আর তার পেছনে কয়েকটি মোটরসাইকেল ও গাড়ি অনুসরণ করছে।

এই ঘটনার পর ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে, আর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ বলছেন, “প্রেমের জন্য মানুষ কত কিছুই না করতে পারে!” আবার কেউ একে ট্রাফিক নিয়ম ভঙ্গের উদাহরণ হিসেবে দেখছেন।

জানা গেছে, যুবকটি ডোমকল এলাকার বাসিন্দা। যদিও এখনো তার পরিচয় প্রকাশ্যে আসেনি, তবে এই ঘটনা নিয়ে পুলিশ প্রশাসন সতর্ক হয়েছে। ট্রাফিক নিয়ম লঙ্ঘনের কারণে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে তদন্ত চলছে।

এই অদ্ভুত ঘটনার ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, যা হাজার হাজার বার শেয়ার হয়েছে এবং লক্ষাধিক মানুষ দেখেছেন

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments