Monday, December 23, 2024
Homeউত্তরবঙ্গএকি কাণ্ড ঘটালো পুলিশের এএসআই। শেষমেষ রক্ষকেই তাহলে কি ভক্ষক?

একি কাণ্ড ঘটালো পুলিশের এএসআই। শেষমেষ রক্ষকেই তাহলে কি ভক্ষক?

গোটা দেশে দাবালনের মত করে ছড়িয়ে পড়ে আরজিকরের ঘটনার প্রতিবাদে এবং সেই আন্দোলনের জেরে স্তব্ধ হয়ে পড়ে পশ্চিমবঙ্গের জনজীবনের সাথে স্বাস্থ্য পরিষেবা। এরপর ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছে এই রাজ্য, ঠিক সেই মুহূর্তে আবারো ভয়ঙ্কর ঘটনা সামনে এলো। তবে এবার কোনো সাধারন মানুষের নয় বা কোন সিভিক ভলেন্টিয়ার নয় এবার সরাসরি একজন কর্তব্যরত অফিসারের বিরুদ্ধে ধ. র্ষণের মতো গুরুতর অভিযোগ উঠল। জানা যায় গত দু’মাস পূর্বে বাগডোগরা ট্রাফিক গার্ডের এএসআই অমর বীরের বিরুদ্ধে মাটিগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এক মহিলা। তার বিরুদ্ধে অভিযোগ তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহ. বাস ও ধ. র্ষণ করে বলে অভিযোগ এর পাশাপাশি ওই পুলিশকর্মী তার নিজের ক্ষমতার হুমকিও দিতে থাকেন মহিলাকে। সেই অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ এবং এবং শেষমেষ গতকাল সন্ধ্যায় তাকে গ্রেফতার করে শিলিগুড়ির মাটিগাড়া থানার মেট্রোপলিটন পুলিশ। আজ ওই ধৃত এএসআইকে আদালতে পাঠানো হয় এবং পুলিশের তরফ থেকে তাকে নিজেদের হেফাজতে নিতে চাইছে পূর্ণাঙ্গ তদন্তের জন্য পুলিশ। তবে এ ধরনের ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যদি রক্ষক এই ভক্ষক হয় তাহলে পরে সমাজের মেরুদন্ড ভেঙ্গে পড়বে এমনটাই মনে করছেন অকে বহলমহল। সত্যি এই ঘটনায় ইতিমধ্যে নিন্দা ঝড় উঠেছে বিভিন্ন মহলে। কি করে পারলেন একজন পুলিশ কর্মী এ ধরনের ঘটনা ঘটাতে এই প্রশ্নই ঘর পাক খাচ্ছে বিভিন্ন মহলে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments