Monday, December 23, 2024
Homeদেশমহিলাদের নিরাপত্তার ও সুরক্ষার কথা মাথায় রেখে চালু হলো পিংক পুলিশ ফোর্স

মহিলাদের নিরাপত্তার ও সুরক্ষার কথা মাথায় রেখে চালু হলো পিংক পুলিশ ফোর্স

নিজস্ব সংবাদদাতা :- অভয়ার ঘটনার পর নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। তীব্র আন্দোলন ও রাত জাগা একের পর এক আন্দোলনের সাক্ষী গোটা বাংলা। আর সেই সব আন্দোলনের জেরেই প্রশাসনের টনক নড়ে। তৈরি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে মহিলাদের নিরাপত্তা এবং সুরক্ষার জন্য পিংক পুলিশ ফোর্স। এই পিংক পুলিশ ফোর্স মূলত মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে সমগ্র জেলা জুড়ে চোষে বেড়াবেন। এই পুলিশ ফোর্সে মূলত মহিলারাই থাকবেন। যেখানে গাড়ির চালক থেকে শুরু করে মহিলা অফিসার মহিলা কনস্টেবল এরাই এই পিংক ফোর্সে কাজ করবেন। রাজ্যের পাশাপাশি এদিন বারাসাত জেলা পুলিশের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো পিঙ্ক পুলিশ ফোর্সের। এই পিংক পুলিশ ফোর্সের শুভ উদ্বোধন করেন বারাসাত জেলা পুলিশ সুপার এর পাশাপাশি উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার এসডিপিও পাশাপাশি একাধিক শীর্ষ আধিকারি। এদিন জেলা পুলিশ সুপার জানিয়েছেন এই পুলিশ ফোর্স মূলত ইভটিচিং এর সাথে মহিলাদের ওপর উত্তপ্ত করা বিভিন্ন ধরনের অসামাজিক ইঙ্গিত এবং রোমিও সমস্ত দিক দেখবেন এই পুলিশ ফোর্স। কোথাও কোন রকম অপ্রীতিকর ঘটনা দেখলেই সাথে সাথে আক্যাশন নেবে। যেমন এই পুলিশ ফোর্স পেট্রোলিন করবেন গাড়িতে বাইকে এর পাশাপাশি বিশেষ ধরনের সাইকেল প্রদান করা হয়েছে পিংক পুলিশ ফোর্সকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments